আনিসকাণ্ডে (Anish Khan death) ধৃত ২ জনকে শনিবার উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) তোলা হয়েছিল। ওই ধৃত ২ জন হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। সিট-এর (SIT) পক্ষ থেকে আদালতের কাছে ওই দুই ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল।
আরও পড়ুন: উত্তাল আমতায় পুলিশের গাড়ি ভাঙচুর, লাঠি, কাঁদানে গ্যাস! গ্রেফতার মীনাক্ষী
গত ১৮ ফেব্রুয়ারি রাতে ঠিক কী ঘটেছিল? তা জানার জন্য এই ২ জনকে পুলিশ হেফাজতে (Police custody) নিয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতকে (Court) জানায় সিট (SIT)।
শুক্রবার প্রায় আড়াই ঘণ্টা ধরে উলুবেড়িয়া (Ukuberia) জেলে চলে টিআই প্যারেড (TI Parade) পর্ব। যেখানে আদালতের নির্দেশ মতোই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিস খানের মোবাইল হস্তান্তর করা হয়। ওই টিআই প্যারেডে উপস্থিত হয়ে আনিস খানের বাবা সালেম খান জানান, ঘটনার দিন যে ব্যক্তি উর্দি পরে এসে তাঁর বুকে বন্দুক ঠেকিয়েছিল, সে এখানে নেই।