উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে ছেলেধরা গুজবের অবশেষে জাল গোটাল পুলিশ। রবিবার বারাসতের কাজিপাড়া থেকে গ্রেফতার করা হল এই ঘটনার মাস্টার মাইন্ড আঞ্জিব নবিকে। বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, ভাইপোর খুনকে ধামাচাপা দিতে ছেলেধরা নিয়ে মনগড়া কাহিনি তৈরি করেছিল এই আঞ্জিব। যার রেশ গোটা জেলাতে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি বারাসতের কাজিপাড়ায় উদ্ধার হয়েছিল ১১ বছরের বালক ফরদিন নবির দেহ। এদিন পুলিশ জানিয়েছে, গ্রেফতাব আঞ্জিব ওই বালকের নিজের জ্যাঠামশাই। সম্পত্তির বিবাদের জেরে প্রথমে নিজের ভাইপোকে খুন করেছিল এই ব্যক্তি। পুলিশকে ধোঁকা দিতেই তৈরি করেছিল ছেলেধরা নিয়ে মনগড়া কাহিনি। পুলিশের দাবি, জেলায় একের পর এক ছেলেধরা সন্দেহে যে গণপিটুনির ঘটনা ঘটেছে, তা আঞ্জিবের মনগড়া কাহিনি তৈরির জেরে।
গত ৯ জুন, বারাসতের কাজিপাড়া থেকে নিখোঁজ হয় ১১ বছরের বালক ফরদিন। তদন্তে পুলিশ জানতে পেরেছে তার বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘ বিবাদ এই আঞ্জিবের। তার জেরেই ভাইপোকে খুন করা হয় বলে আঞ্জিবের বিরুদ্ধে অভিযোগ। বারাসতের পুলিশ সুপার জানিয়েছেন, গোটা ঘটনা থেকে নজর সরাতেই এলাকায় ছেলেধরা ঘুরছে বলে মনগড়া কাহিনি তৈরি করেছিল এই ব্যক্তি।
যার রেশ বারাসত থেকে বনগাঁ হয়ে রবিবার যায় গাইঘাটাতে। এই ঘটনায় দাদা আঞ্জিবের ফাঁসি চেয়েছে ফরদিনের অভিভাবকরা। পুলিশের ম্যারাথন জেরার সামনে নিজের দোষ স্বীকার করেছে গ্রেফতার এই ব্যক্তি।