স্কুল সার্ভিস নিয়োগে দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্য়ালয় থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতা অধিকারীকে। এখন প্রশ্ন হচ্ছে আদালতের নির্দেশে বরখাস্ত মন্ত্রী কন্যাকে কত টাকা ফেরত দিতে হবে। সূত্রের দাবি, আদালতের নির্দেশ মতো দুই কিস্তিতে কমবেশি ১৬ লক্ষ টাকা ফেরত দিতে হবে অঙ্কিতাকে। ইতিমধ্যেই কিস্তির তারিখ ঠিক করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। প্রথম কিস্তি জুন মাসের সাত তারিখ। আর পরের কিস্তি ঠিক একমাস পর।
২০১৮ সালের ২৪ নভেম্বর উত্তরবঙ্গের এই স্কুলে যোগ দিয়েছিলেন অঙ্কিতা। তাঁর ৪১ মাসের চাকরির হিসাব ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে বলে স্কুলের একটি সূত্রের দাবি। এই সাড়ে তিন বছরে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা অঙ্কিতা বেতন পেয়েছেন প্রায় ১৬ লক্ষ টাকা। চাকরি জীবনের শুরুতে অঙ্কিতার বেতন ছিল ৩৮,৬০০ টাকা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দাঁড়ায় ৪৭,০৫৬ টাকা।
আদালতের এই নির্দেশের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও শিক্ষা দফতর থেকে অঙ্কিতার স্কুলে কোনও নির্দেশিকা পাঠানো হয়নি বলেই খবর স্কুল সূত্রে। তবে যে কোনও মুহূর্তে এই নির্দেশিকা চলে আসতে পারে, এই ভেবে আগেভাগেই সব প্রক্রিয়া সেরে রাখতে চাইছেন তাঁরা।