অবৈধ শিক্ষিকা হিসাবে প্রাপ্ত বেতন বাবদ অর্থের প্রথম কিস্তি ফেরত দিলেন (SSC Scam) মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। শুক্রবার আদালতকে এই কথা জানান তিনি। নির্ধারিত সময়ের আগেই টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন অঙ্কিতা। প্রথম কিস্তিতে তিনি ৭ লক্ষ ৯৪ হাজার টাকা জমা দিয়েছেন। পাশাপাশি, মন্ত্রীকন্যা আদালতে জানিয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকাও নির্ধারিত সময়ের আগেই ফেরত দেবেন তিনি।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের (SSC Scam) চাকরিপ্রার্থী ববিতা সরকারের দায়ের করা মামলায় গত মে মাসে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি নির্দেশ দেন, গত ৪১ মাস ধরে অঙ্কিতা যা বেতন পেয়েছেন, তা দুই কিস্তিতে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করতে হবে মন্ত্রীকন্যাকে।
আরও পড়ুন: ব্যাটে দীনেশ-হার্দিক, বলে আবেশের জাদু, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত, 'ফাইনাল' বেঙ্গালুরুতে
২০১৮ সালের আগস্টে মেখলিগঞ্জ ইন্দিরা বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে যোগ দেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। পরেশবাবু ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদানের কয়েক দিনের মধ্যে এসএসসির মেধা তালিকায় সবার ওপরে উঠে আসে তাঁর নাম। তারপর বাড়ির কাছের স্কুলে নিয়োগ পান তিনি। যদিও ওই স্কুলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কোনও শূন্যপদ ছিল না।