এসএসসি (SSC) মাধ্যমে পাওয়া স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikary)। তারপর ফের তিনি খবরের শিরোনামে। এবার অবশ্য অন্য কারণে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) তালিকাতে তাঁর নাম উঠেছে। যা নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন।
বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠার হাই কোর্টের নির্দেশে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, আদালতের নির্দেশে ২০১৮ সাল থেকে এতদিন পর্যন্ত তিনি যা বেতন পেয়েছেন তা কিস্তিতে তাঁকে ফেরত দিতে হবে। কিন্তু এবার কলেজ সার্ভিস কমিশনে তালিকায় অঙ্কিতার নাম ওঠায় ফের তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়নি বলে দাবি কলেজ সার্ভিস কমিশনের। তাঁরা জানিয়েছে, যোগ্য বলেই অঙ্কিতা এই সুযোগ পেয়েছেন।
Ankita Adhikari : মে মাস থেকে বন্ধ অঙ্কিতার বেতন, আদালতের নির্দেশ মেনে সিদ্ধান্ত স্কুলের
উল্লেখ্য, ২৬ এপ্রিল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন অঙ্কিতা। তারপরেই তার নাম কলেজ সার্ভিস কমিশনের তালিকায় ওঠে। তাই স্কুল শিক্ষিকার চাকরি গেলেও এবার অঙ্কিতাকে অধ্যাপিকার ভূমিকায় দেখা যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।