শক্তিগড়ের ঘটনায় ফের নয়া তথ্য। তদন্তকারীদের দাবি কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের পিছনে রয়েছে আর এক কয়লা মাফিয়ার মস্তিক। তদন্তকারীদের দাবি, এই অপারেশনে কাজ করেছে শ্যাম বাহাদুর ঠোকির দল। সূত্রের দাবি, বিহারের পাটনা জেল থেকে বসে রাজুকে খুনে পরিকল্পনা করা হয়েছিল। মোটা টাকার বিনিময়ে ঠিক করা হয়েছিল তিন সার্প শুটারকে। তদন্তকারীদের দাবি, মোট তিনটি টিম এই অপারেশন করেছে। .একমাস ধরে পরিকল্পনা করেই খুন করা হয়েছে রাজু ঝাকে।
সোমবারই এই খুনের ঘটনায় সিসি ফুটেজ বাইরে আসে। সেখানে হলুদ জামা পড়া এক যুবককে দেখা যায় রাজু ঝায়ের উপর গুলি চালাতে। তদন্তকারীদের দাবি, খুব ঠান্ডা মাথায় এই অপারেশন হয়েছে। একটি টিম শুধু পরিকল্পনার কাজ করেছে। একটি টিমের উপর দায়িত্ব ছিল শুটারদের সঙ্গে যোগ রাখা। আর একটি টিম শুধু টাকা বিনিয়োগ করে গিয়েছে।
যদিও এই খুনের ঘটনার পর কেটে গিয়েছে বেশ অনেক দিনই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত তৈরি করা হয়েছে সিট। কিন্তু এখনও অধরা দুষ্কৃতীরা। তদন্তকারীদের দাবি, খুব দ্রুত এই ঘটনায় দুষ্কৃতীরা তাদের জালে ধরা পড়বে।