আরজি কর, পটাশপুর, নিউটাউন একেরপর এক যৌন হেনস্থা ধর্ষণের খবর সামনে এসেছে গত কয়েকদিনে। এবার খাস কলকাতায় জোড়া যৌন নির্যাতনের অভিযোগ। হরিদেবপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে এক নাবালক।
অন্যদিকে চিৎপুরে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পুলিশের কাছে কোনও অভিযোগ না জানিয়েই নাবালিকার খোঁজ চালাচ্ছিল পরিবার। শেষে নাবালিকাকে উদ্ধার করা হয় পরিচিত এক তরুণের বাড়ি থেকে। তরুণীর পরিবার থানায় অভিযোগ জানায়, তাদের মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়েছে ওই যুবক। ত্রিলোচন জানা নামে ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
হরিদেবপুরের এক ১৭ বছরের নাবালককে ধর্ষণের ঘটনার সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ফাঁকা বাড়িতে ওই তরুণীর উপর চড়াও হয় ওই তরুণ। সোমবার তাকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে তোলা হতে পারে।