এবার সুকন্যা মণ্ডলের নামে পঞ্চম লটারির হদিশ মিলল। শুক্রবার এমনই দাবি করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, অনুব্রত-কন্যার নামে ৫০ লক্ষ টাকার এক নতুন লটারির হদিশ মিলেছে। প্রাথমিকভাবে গরুপাচার মামলার তদন্তে 'কেঁচো খুঁড়তে কেউটে'-এর হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা-হাওয়ালার পর লটারি-কাণ্ডের সন্ধান পায় সিবিআই। এর আগে, অনুব্রত-সুকন্যার নামে ৪টি লটারির হদিশ মিলেছে বলেই খবর।
সিবিআই সূত্রে খবর, চলতি বছরে লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বেশ মোটা অঙ্কের টাকা বীরভূমের 'বেতাজ বাদশা' অনুব্রত এবং সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে। সিবিআই-এর দাবি, ওই দু’জনের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫১ লক্ষ টাকা ঢুকেছে। বছর তিনেক আগেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতির অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা এসেছিল বলেই খবর। এরপরেই অনুসন্ধানে নামে সিবিআই। নেহাতই বরাতজোর, নাকি অন্যকিছু, জানতে তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
তদন্তকারীরা মনে করছেন, এটা কালো টাকা সাদা করার কৌশল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন থেকে তেমনই ইঙ্গিত পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাছাড়া, তাঁদের অনুমান, গরুপাচারের টাকা এভাবে ঘুরপথে অনুব্রত-সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে। জানা গিয়েছে, লটারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই বিষয়ে জানতে সুকন্যা ও কেষ্টকেও জেরা করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।