বাগনানে রাঁচির ইউটিউবার খুনের(Bagnan Murder News) ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। ধৃত সন্দীপকুমার মৃত রিয়ার দেওর বলেই খবর। অভিনেত্রী রিয়ার পরিবার থানায় যাঁদের নামের তালিকা দেয়, সেখানে নাম ছিল এই সন্দীপের কুমারের(Youtuber Murder News)। তিনি সম্পর্কে আবার প্রকাশ কুমারের ভাই। শুক্রবার সন্দীপকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা আদালতে(Uluberia Court)। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ। বিচারক তাঁর ১১ দিনের পুলিশ হেফাজতের(Police Custody) নির্দেশ দেন বলেই খবর।
বৃহস্পতিবার রাতেই রিয়ার দাদা অজয় রানা বাগনান থানায়(Bagnan Police Station) প্রকাশের বিরুদ্ধেই এফআইআর করেন। সেই ডায়েরির ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে রিয়ার স্বামীকে। তবে প্রকাশ ছাড়াও তাঁর প্রথম পক্ষের স্ত্রী সারদা বেদি এবং ভাই সন্দীপের নামও ছিল নাম এফআইআরে।
বৃহস্পতিবার দুপুরে বাগনান থানা(Bagnan Police Station) থেকে উলুবেড়িয়া মহকুমা আদালতে(Uluberia Court) নিয়ে যাওয়া হয় প্রকাশকে। সেখানে সাংবাদিকদের সামনে তিনি জানান, প্রথম পক্ষের স্ত্রী শ্রদ্ধার সঙ্গে বনিবনা হত না রিয়ার। তাঁদের আইনমাফিক বিচ্ছেদ হয়নি। পঞ্চায়েত ও পুলিশের মাধ্যমে সম্পর্কে ছেদ পড়ে প্রকাশ-শ্রদ্ধার। ফলে রাঁচি থেকে এখানে নিয়ে এসে রিয়াকে(Riya Kumari Murder Case) কেন মারবেন তিনি। প্রকাশের দাবি, দুষ্কৃতী হামলাতেই মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর।