যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার ব়্য়াগিং বিরোধী কমিটি গঠনে উদ্যোগী হলেন তিনি। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককে রাজভবনে ডেকেছিলেন। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। সেখানে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ব়্য়াগিং বিরোধী কমিটি গড়ার প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে ওই কমিটির নেতৃত্বে থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, নবগঠিত এই কমিটি ব়্য়াগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ শুনবে। বর্তমানে যেহেতু যাদবপুরে স্থায়ী উপাচার্য নেই সেকারণে আচার্য হিসেবে যাদবপুরকাণ্ডে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। ব়্য়াগিং আটকাতেও একাধিক পদক্ষেপ নেবে ওই কমিটি।
Read More- যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আটক ১ প্রাক্তনী, নাম রয়েছে FIR-এ
রাজ্যপালের ডাকা শুক্রবারের বৈঠকে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেসিডেন্ট পার্থপ্রতীম রায়। তিনি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। ব়্যাগিং কীভাবে বন্ধ করা যায় সেনিয়ে আলোচনা হয়েছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহউপাচার্য না থাকায় একাধিক সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।