ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অরিত্র মজুমদার ওরফে আলুকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করল অ্য়ান্টি ব়্যাগিং কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এবং ছাত্রনেতা রুদ্র চট্টোপাধ্যায়কেও ১ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে খবর।
৯ অগাস্ট বাংলা বিভাগের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে। সেসময়ই অরিত্র মজুমদার ওরফে আলুর নাম উঠে আসে।
বিশ্ববিদ্যালয়ের অ্য়ান্টি ব়্যাগিং কমিটির একটি সূত্রের দাবি, মঙ্গলবার এই সংক্রান্ত একটি বৈঠক হয়। ওই বৈঠকে দুই পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।