আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকির জের গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলা ভিনরাজ্য সরিয়ে নেওয়ার আর্জি উঠল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ৮২ জন আইনজীবী চিঠি দিয়ে জানান, অনুব্রত মণ্ডলের মামলা বাংলা থেকে সরানো হোক। প্রধান বিচারপতি এনভি রমণকে লেখা চিঠিতে ওই আইনজীবীরা জানিয়েছেন, বাংলায় এই মামলা চালিয়ে নিয়ে যাওয়া যথেষ্ট চাপের।
আইনজীবীরা চিঠিতে লিখেছেন, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর। আসানসোলের বিশেষ সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। বাপ্পা চট্টোপাধ্যায় নামের জনৈক ব্যক্তি সেই চিঠি লিখেছেন বলে অভিযোগ। ওই আইনজীবীদের বক্তব্য, চিঠিতে স্পষ্ট বলা হয়েছে অনুব্রত মণ্ডলের জামিন না হলে এনডিপিএস (Narcotic Drugs and Psychotropic Substances Act) মামলায় ফাঁসানো হবে বিচারককে।
Woman equality Day: আজ মহিলাদের গণতান্ত্রিক অধিকার উদযাপনের দিন
প্রসঙ্গত, বুধবারই জামিনের আবেদিন খারিজ করে অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল সিবিআই আদালত। অন্যদিকে বাপ্পা চট্টোপাধ্যায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। বুধবার আসানসোল পুলিশের একটি দল তাঁর কাছে গিয়ে হুমকি চিঠি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে বলেই খবর।