২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার এই নির্দেশ দিল আসানসোল আদালত। রাতে আনা হবে কলকাতার নিজাম প্যালেসে। বৃহস্পতিবার বিকেল ৫টায় আদালতে পেশ করা হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে (Anubrata Mandal)।
আদালতে পেশের পর এই তৃণমূল নেতার দশদিনের হেফাজতের দাবি করে সিবিআই। তাঁদের দাবি মেনে আইনজীবী রাজেশ চক্রবর্তী এই নির্দেশ দেন। ফলে ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে বীরভূমের এই দোর্দন্ডপ্রতাপ এই নেতাকে। বৃহস্পতিবার বিকেল ৫টায় আসানসোলের বিশেষ আদালতে শুনানি শুরু হয়।
আরও পড়ুন- CPM reacts on Anubrata arrest: অনুব্রতর গ্রেফতারিতে বাতাসা-নকুলদানা বিলি বামেদের, ঢ্যাঁড়া নিয়ে মিছিল
আদালত চত্বরে তৃণমূল নেতাকে নিয়ে আসার খবর পেয়ে আগে থেকেই ভিড় জমান বাম-বিজেপি সহ বিভিন্ন বিরোধীরা। দলীয় পতাকা নিয়েই স্লোগান দিতে দেখা যায় বিভিন্ন বিরোধী দলে কর্মী-সমর্থকদের। এর পাশাপাশি অনুব্রতর উদ্দেশ্যে উড়ে আসে 'গরুচোর' স্লোগান। দেখানো হয় জুতোও।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ অনুব্রত মণ্ডলকে তাঁর বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে তুলে নিয়ে যায় সিবিআই। সেখান থেকে দুর্গাপুরের পথে রওনা দেয় কনভয়। সেখান থেকে গাড়ি পৌঁছয় কুলটিতে ইসিএলের শীতলপুর গেস্ট হাউসে। এখানেই সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প। সিবিআই সূত্রে খবর, সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। এরপরই সেখান থেকে আসানসোল সিবিআই আদালতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারীরা। গাড়ি থেকে নামিয়ে আদালতের ভিতরে ঢোকানো হয় বীরভূমের ‘কেষ্ট’কে।