২০১৯ সালে সিপিএম (CPM) ভুল করেছিল। সেই ভুল শুধরে নিয়ে নিজেদের ভোট বাড়াচ্ছে তারা। উঠল আসছে দ্বিতীয় স্থানে। পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পর এমনই মন্তব্য করলেন বীরভূম (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mandal)। একই সঙ্গে তাঁর কটাক্ষ, বিজেপি (BJP) একটি মিথ্যাবাদী দল।
অনুব্রত বলেন, "সিপিএম ভালোই ভোট পেয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এরকমই হওয়া উচিত৷ বিজেপি তো মিথ্যাবাদীর দল।"
আরও পড়ুন: Mamata Banerjee: 'জয় মানে দায়িত্ব বাড়িয়ে দেওয়া,' জয়ী প্রার্থীদের বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
অনুব্রতর দাপটে বীরভূম কার্যত বিরোধীশূন্য। কেবল রামপুরহাটে একটি আসন জিতেছে বামেরা।