অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজত। মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ কোর্ট তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি, তাঁকে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে রাউস এভিনিউ কোর্ট। ফলে ৩ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই কাটাতে হবে বীরভূমের কেষ্টকে।
গরুপাচার কাণ্ডেই তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের। তাঁকে ২০২২ সালের ৯ জুন গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই তিহাড়েই জায়গা পেলেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন-