ঠিকানা বদলের বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে সুদূর দিল্লির ইডির সদর দফতরে রাত কাটিয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
নতুন জায়গায় কিভাবে আছেন অনুব্রত? ইডি সূত্রে খবর, দোলের দিন রাতে ভার্চুয়াল শুনানির পর বিচারকের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। হালকা খাবার খান অনুব্রত। মিষ্টির আবদার করলেও অনুব্রতর শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে মিষ্টি দেওয়া হয়নি।
আরও পড়ুন - দিল্লিতে মধ্যরাতে বিচারকের বাড়িতে শুনানি, অনুব্রত মণ্ডলকে ৩ দিনের হেফাজতে পেল ইডি
দীর্ঘ ধকল সহ্য করেও সারারাত প্রায় নিদ্রাহীন কাটিয়েছেন তিনি। বুধবার খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েন। প্রথমে চা বিস্কিট দেওয়া হয় অনুব্রতকে। প্রাতঃরাশে খান রুটি ও সবজি। সূত্রের খবর দুপুর বারোটা নাগাদ স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।