তিনি মা'কে হারিয়েছেন। তাঁর স্ত্রী'ও প্রয়াত হয়েছেন বছরখানেক আগে। পারিবারিক দিক দিয়ে সম্বল বলতে একমাত্র মেয়ে। যে প্রাণের চেয়েও প্রিয়। তাই CBI হেফাজতে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের কাছে মেয়ের সঙ্গে কথা বলার আবদার করেছিলেন বীরভূমের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বাবার সেই আবদার অপূর্ণ রাখেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। মেয়ে সুকন্যার সঙ্গে তাঁকে দু’বার কথা বলতে দেওয়া হয়। CGO কমপ্লেক্সে দাঁড়িয়ে গোয়েন্দাদের মোবাইল ফোন থেকেই মেয়ের সঙ্গে কথা বললেন অনুব্রত।
সিবিআই সূত্রে খবর, দুপুরে কলকাতার কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার আগেই এক বার মেয়ে সুকন্যার সঙ্গে কথা হয়েছে তাঁর। ফোনের লাউডস্পিকার ‘অন’ করে তাঁকে কথা বলতে দেওয়া হয়েছে।
দুপুরে মেয়ের সঙ্গে কথা বলা শেষ হলে ২টো ৪০ মিনিটে অনুব্রতকে নিয়ে কমান্ড হাসপাতালের উদ্দেশে রওনা দেন সিবিআই আধিকারিকেরা। তাঁরা হাসপাতালে পৌঁছন দুপুর ৩টে নাগাদ। যদিও বিশেষ কোনও স্বাস্থ্যপরীক্ষা হয়নি। নিয়ম মেনে তাঁর রক্তচাপ ও সুগার পরীক্ষা হয়। হৃদ্যন্ত্রও দেখা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সেখান থেকে বিকেলে অনুব্রতকে আবার নিজাম প্যালেসে ফিরিয়ে আনা হয়।
নিজাম প্যালেসের ১৪ তলায় রাখা হয়েছে তাঁকে। দেওয়া হয়েছে তক্তপোশ ও চাদর। তাঁর ঘরের বাইরে মোতায়েন করা হয়েছে ২ জন সিআরপিএফ জওয়ানকে।