মেয়ে সুকন্যা মণ্ডলের গ্রেফতারির পরেই বৃহস্পতিবার নিজের জামিনের জন্য কাকুতিমিনতি করলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন আসানসোল আদালতে ভার্চুয়াল শুনানি ছিল। সেখানেই বিচারকের কাছে জামিনের আবেদন করেন অনুব্রত।
একই ভাবে এদিন জামিনের আবেদন করেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনও। যদিও এই আবেদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোল বিশেষ আদালতের বিচারক। কারণ অনুব্রত এবং সহগল মৌখিক ভাবে জামিনের আবেদন করলেও, তাঁদের আইনজীবী এই বিষয়ে কোনও আবেদন করেননি। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ মে।
অনুব্রত এবং তাঁর দেহরক্ষী সহগলের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা গরু পাচার মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সেই ভার্চুয়াল শুনানিতে তিহাড় জেল থেকে উপস্থিত ছিলেন অনুব্রত এবং সহগল।