এই মুহূর্তে বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ একটি নাম শিবঠাকুর মণ্ডল। কে তিনি? বালিগিরি পঞ্চায়েতে তৃণমূলের প্রথম পঞ্চায়েত প্রধান ছিলেন শিবঠাকুর। তিনি নিজেই জানিয়েছিলেন, অত্যন্ত সাধারণ ঘর থেকেই রাজনীতিতে আসা তাঁর। মঙ্গলবার তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন অনুব্রত মণ্ডল।
শিবঠাকুর জানান, প্রথমে ভালভাবেই পঞ্চায়েত চালাচ্ছিলেন তিনি, এরপর অনাস্থা আসে তাঁর বিরুদ্ধে। ‘কেষ্ট দা’র কথায় প্রধানের পদ থেকে সরে তাঁকে সরতে হয় বলে অভিযোগ। ফের তিনি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন, এরপর মহিলাদের জন্য তাঁর আসনটি সংরক্ষিত হলে দলের কাছে ৫টি টিকিট চেয়েছিলেন শিবঠাকুর। পাননি, তখন থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। এরপরেই ‘কেষ্ট দা’ তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন বলে অভিযোগ তাঁর।
উল্লেখ্য, শিবঠাকুর মণ্ডলকে 'খুনের চেষ্টার' অভিযোগে মঙ্গলবার গ্রেফতার হন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), তাঁর অভিযোগ, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে অন্য দলে যোগ দিতে চেয়েছিলেন শিবঠাকুর তখনই নাকি তাঁকে গলা টিপে মারার চেষ্টা করেন অনুব্রত। মঙ্গলবার তাঁর এই অভিযোগের পরেই নাটকীয় মোড় নেয় রাজ্য রাজনীতি।