ভাইফোঁটায় ফোঁটা পেলেন না অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় তিনি হাজতে। তবে আসানসোল সংশোধনাগারে সকাল থেকেই খুশির মেজাজে বন্দীরা৷ সকালে ভাইফোঁটার আয়োজন করেছিল জেল কর্তৃপক্ষ। বিশেষ 'লাঞ্চ' এর ব্যবস্থাও ছিল। জানা গিয়েছে, কেউ ফোঁটা দিতে আসেনি অনুব্রতকে। তবে জেলের বিশেষ লাঞ্চ খেয়েছেন কেষ্ট।
ভাইফোঁটার বিশেষ মেনুতে ছিল ফ্রায়েড রাইস, মুরগির মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই এবং রসগোল্লা। অনুব্রত এদিন ফ্রায়েড রাইস মাংস খেয়েছেন অল্প। চেখে দেখেছেন পনিরও। বাকি মিষ্টি দই খেয়েছেন সামান্য। জানা যায়, আগে নিয়মিত ফোঁটা নিতেন কেষ্ট। কিন্তু মা এবং স্ত্রী বিয়োগের পর গত দু'বছর আর তার 'যমের দুয়ারে কাটা' কেউ দেয়নি। এবছর তিনি হাজতে।
বৃহস্পতিবার জেলের ভিজিটর্স রুমে অনেকেই নিজের বোন ও দিদিদের থেকে ভাইফোঁটা নিয়েছেন। তারপর জমিয়ে হয়েছে খাওয়া দাওয়া। কিন্তু অনুব্রতকে কেউ ফোঁটা দিতে আসেননি বলেই জানা গিয়েছে, জেল কর্তৃপক্ষের তরফে।