গরু পাচার তদন্ত মামলার জাল গোটাতে এবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে তলব করল সিবিআই (CBI)।
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) গাড়ির চালক তুফান মৃধা এবং বাড়ির পরিচারক বিজয় রজককে ফের তলব করা হয়েছে। মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে দু'জনকেই হাজির হতে বলা হয়েছে।
বিজয় রজক আবার লাভপুর কলেজের চতুর্থ গ্রুপ-ডি-র কর্মী বলে জানা গিয়েছে। মঙ্গলবার দু'জনকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্র আনারও নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে।
আরও পড়ুন- খেলার মাঠে হাজার হাজার ডিটোনেটর, বীরভূম থেকে বিপুল পরিমাণে উদ্ধার বিস্ফোরক
সিবিআইয়ের দাবি, গরু পাচারের কালো টাকা কীভাবে সাদা করা হয়েছে তা জানতে এবং সেই টাকা খোঁজার জন্য একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।