দিল্লিতে ইডির জেরা শুরু হতেই চাপে অনুব্রত মণ্ডল। এবার দেহরক্ষী সায়গল হোসেনের উপর গরু পাচারের সমস্ত দায় চাপালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। মেয়ে সুকন্যাকে দিল্লি তলব করতেই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অনুব্রত মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা মণ্ডল, গরুপাচার চক্রের পাণ্ডা এনামূল হক এবং দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গেই অনুব্রতকে বসিয়ে জেরা করতে চায় ইডি। এদিন অনুব্রত জানান, তিনি এনামূল হক বলে কাউকে চেনেন না। যদি টাকার লেনদেন হয়েও থাকে, তা জানে তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মেয়ে সুকন্যাকে আড়াল করতেই এবার নতুন পরিকল্পনা নিয়েছেন অনুব্রত মণ্ডল।
আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি। গত কয়েকদিন ধরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দফায় দফায় জেরা করা হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, অনুব্রত থেকে এই সংক্রান্ত মামলায় খুব বেশি তথ্য পেয়েছে, তা এখনও জোর গলায় দাবি করতে পারেনি ইডি। বেশিরভাগ সময়ই ইডি কর্তাদের প্রশ্ন এড়িয়ে গিয়েছে অনুব্রত। তাই হয়তো সুকন্যাকে দিল্লি ডেকে অন্য পরিকল্পনার কথাই ইডি কর্তারা ভাবছেন বলেই দাবি।
আরও পড়ুন- Gold and Silver Rate: সপ্তাহের শুরুতেই আগুন সোনার দাম, কেজিতে বাড়ল রুপোর দামও