টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদ CBI-এর। এদিন দুপুর বারোটা নাগাদ সিবিআই দফতর যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর মণ্ডলের ২ আইনজীবী। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন বীরভূমের জেলা সভাপতি।
এদিন ভোট পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে ডাকা হয়। কী নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা যদিও জানা যায়নি। গত সপ্তাহে শুক্রবার গরুপাচার কাণ্ডে অনুব্রতকে নিজাম প্যালেসে ডাকা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই আধিকারিকরা ফের তলব করেন বীরভূমের তৃণমূল নেতাকে। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুুন: কলকাতার সুরাপ্রেমীদের জন্য সুখবর ! ১০ মিনিটে বাড়িতে পৌঁছবে মদ
এর আগে গরুপাচার কাণ্ড নিয়ে বারবার তলব করে সিবিআই। অবশেষে গতমাসে নিজাম প্যালেসে সিবিআই জেরার সম্মুখীন হন তিনি। গরুপাচার কাণ্ডে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই আধিকারিকরা। এবার ভোট পরবর্তী হিংসায় তাঁর ভূমিকা কী, তা জানতে চেয়ে তলব করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।