আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেষ্টহীণ বীরভূম (Birbhum) । মঙ্গলবার রাতেই অনুব্রত-কে নিয়ে দিল্লি উড়ে গিয়েছে ইডি (ED) । তবে, এর কোনও প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে না বলেই দাবি করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এদিন, সাঁইথিয়ার অবিরামপুর গ্রামে 'দিদির দূত'কর্মসূচিতে গিয়ে শতাব্দী জানান, অনেক ভোটেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নজরবন্দি রাখা হয়েছিল। কিন্তু, তারপরেও ভোট হয়েছিল । ভোট যেমন হওয়ার, তেমনই হবে । কীভাবে ভোট করাতে হয়, দলের নেতারা জানেন । এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও । বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কটাক্ষ করেছেন বলেন, "শতাব্দী রায় এত দিন শীতঘুমে ছিলেন । লোকসভা নির্বাচন আসছে। তৃণমূলের কর্মী-সমর্থকেরা যাতে ভেঙে না পড়েন, তাই টোটকা দিয়েছেন ।"
জেলার রাজনীতিতে অনুব্রত ও শতাব্দীর সম্পর্ক খুব একটা ভাল নয় বলেই শোনা গিয়েছে । তাঁদের মধ্যে মতপার্থক্য অনেকবারই প্রকাশ্যে এসেছে । কিন্তু, অনুব্রতর গ্রেফতারির পর থেকে তাঁর পাশেই দাঁড়িয়েছেন সাংসদ । এদিন, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় শতাব্দীকে । তাঁর কথায়, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা খারাপ, সেটা বার বার প্রমাণ হয়েছে । সেদিকে, ইডি অফিসারদের বিশেষ ভাবে নজর দেওয়া উচিৎ ।
উল্লেখ্য, অনুব্রত জেলে যাওয়ার পর থেকেই বীরভূমে 'সক্রিয়' হয়ে উঠেছেন শতাব্দী । সেইসঙ্গে দায়িত্ব বাড়িয়েছে দল । সম্প্রতি তাঁকে জেলায় দলের কোর কমিটির সদস্যও করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।