আমি চোর না ডাকাত, যে আমাকে আটকে রাখবে…’ নিজের পক্ষে এবার জোর সওয়াল অনুব্রত মণ্ডলের। ‘দিদি’ তাঁকে ‘বীরের’ মর্যাদা দেওয়ার পরই ‘কনফিডেন্ট’ অনুব্রত। ‘দিদি’ পাশে দাঁড়ানোর পর বীরভূমের কেষ্টর আত্মবিশ্বাস যে শিখরে পৌঁছেছে, তা তাঁর দৈহিক ও বাচনিক ভঙ্গিতেই স্পষ্ট।
আগের দিন কলকাতার নিজাম প্যালেস থেকে আসানসোল যাওয়ার পথে ব্রেকফাস্ট করেছিলেন শক্তিগড়ে। গাড়ি থেকে নেমে ঢুকেছিলেন ল্যাঙচা হাবে। খেয়েছিলেন পুরি। শুক্রবারও সেই শক্তিগড়েই থামল তাঁর গাড়ি। তবে তিনি নামলেন না, গাড়িতেই থাকলেন। গাড়িতেই তাঁর জন্য চলে এল পুরি,সবজি। সে সময়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইনি জানান, “আমি চোর না ডাকাত, যে আটবে রাখবে আমাকে।”
আরও পড়ুন- Mohua Maitra: তৃণমূল নেত্রীর ধমকের পরেই মহুয়া মৈত্রের পোস্ট, 'বাসিন্দা হিসেবে করিমপুরেই থাকব'
এক যুগ আগের একটি মামলায় শুক্রবার অনুব্রতকে এমপিএমএলএ আদালতে পেশ করা হবে। সেই মোতাবেক সাতসকালেই আসানসোল থেকে কলকাতার উদ্দেশে তাঁকে নিয়ে রওনা দিয়েছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার দলনেত্রী তাঁকে বীরের মর্যাদা দেওয়ায় সেই রেশ এখন তাঁর বাচনভঙ্গিতেও ধরে পড়েছে। শুক্রবার সকাল থেকেই দৃশ্যত খোশমেজাজেই দেখা গিয়েছে বীরভূমের 'বেতাজ বাদশা'কে।