জেলে 'তোফা' আছেন বীরভুমের 'বেতাজ বাদশা' অনুব্রত মণ্ডল। কিন্তু তবুও শারদ মরশুমে মন ভাল নেই তাঁর। এই প্রথম মেয়ে সুকন্যাকে ছাড়াই পুজো কাটাচ্ছেন তিনি, তাও আবার জেলের অলিন্দে। স্ত্রীর মৃত্যুর পর থেকে অনুব্রত মণ্ডলের চোখের মণি একমাত্র মেয়ে সুকন্যা। গরুপাচার মামলায় জেলবন্দী অনুব্রতর কাছে এবারের পুজো তাই একেবারেই ফ্যাকাশে। পঞ্চমীর সকাল থেকেই সহ-বন্দীদের কাছে ঘুরেফিরে নিজের বাড়ির পুজোর গল্প করেছেন কেষ্ট। দেশের বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে প্রতিবছর থাকলেও এবারই তিনি সেখান থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে বসে থাকবেন। চাইলেও যেতে পারবেন না প্রিয়জনদের কাছে।
অন্যদিকে, বীরভূম জেলা তৃণমূল সভাপতির মুড ঠিক করতে পুজোর চারদিন বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন জেল কর্তৃপক্ষ। জেলে আসা ইস্তক কেষ্টর পাতে পড়ছে পুকুরের টাটকা মাছ। সপ্তমী থেকে দশমী পর্যন্ত তৃণমূল নেতার মেনুতে ঘুরিয়ে-ফিরিয়ে থাকবে ভাত, ফ্রায়েড রাইস, সোনামুগের ডাল, ঝুরো আলুভাজা, পুকুরের মাছ, দেশি মুরগির ঝোল, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা। তবে অষ্টমীতে পাঁচমেশালি খিচুড়ি, লাবড়া, সঙ্গে পায়েসের বন্দোবস্ত করা হয়েছে। এই 'মন ভাল করা' মেনুতে আদৌও কতটা মন ভাল হয় বীরভূমের কেষ্টর, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- Durga Puja 2022: হিমালয়ের কোলে হিমালয়-কন্যা, ৬২০০ ফুট উঁচু পাহাড়ি এলাকা ঝান্ডি পেল নিজস্ব প্রতিমা