আসানসোল সংশোধনাগারে শৌচাগারের কমোডের ব্যবস্থা আছে। তাই অনুব্রত মণ্ডলকে নিয়ে উদ্বেগ কিছুটা কমল ঘনিষ্ঠদের।
বুধবার অনুব্রতকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এর পরেই জানা যায়, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে যে সংশোধনাগারে রাখা হবে, সেখানে কমোড-এর ব্যবস্থা নেই।তাতেই প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, অনুব্রতর সমস্যা হতে পারে। জেল সূত্রেও খবর, বৃহস্পতিবার ওই কমোডওয়ালা শৌচাগারই ব্যবহার করেছেন তিনি।
অনুব্রতকে আপাতত জেলের কক্ষে রাখা হয়নি। আসানসোল জেলের ভিতরে যে হাসপাতাল রয়েছে, তার দু’টি ঘরের একটিতে রয়েছেন অনুব্রত।
কোভিডে আক্রান্ত অনুব্রত মণ্ডল । বুধবার আসানসোল জেলে নিয়ে যাওয়ার আগে তাঁর কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে । এরপর থেকে জেল আইসোলেশনে রয়েছেন তিনি ।