আজ তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। গত শুক্রবার গরুপাচার মামলায় তাঁকে জামিন দিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ED-র হাতে গ্রেফতার হওয়ার পর ১৮ মাস জেল বন্দি ছিলেন তিনি। তারপর আজ তাঁকে ছাড়া হতে পারে।
এদিকে বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বীরভূমে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, সোমবার কলকাতা থেকে রওনা হয়ে বর্ধমান যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দুর্গাপুর পৌঁছবেন তিনি। রাতে দুর্গাপুর সার্কিট হাউসে থাকবেন। তারপর মঙ্গলবার বীরভূমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছবেন তিনি। দুপুর দেড়টা নাগাদ সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জেলা সফরে অনুব্রত সঙ্গে দেখা হবে কিনা সেনিয়ে জল্পনা তুঙ্গে।
শুক্রবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিন মঞ্জুর করে দিল্লি আদালত। ২০২২ সালের ১১ অগাস্ট গরুপাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। দীর্ঘ তল্লাশির পর তাঁকে প্রথম গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
এই বছরের ৩০ জুলাই এই মামলায় প্রথম ধাক্কা খায় সিবিআই । গরুপাচার মামলায় প্রথমবার সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত। কিন্তু তাঁর জেলমুক্তি হয়নি। কারণ, এই একই মামলায় ইডি তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা চালাছিল। সেই মামলাতেও আর অনুব্রতকে আটকাতে পারল না কেন্দ্রীয় সংস্থা।
সূত্রের খবর, জেল থেকে বেরিয়ে সরাসরি দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে বিমান ধরে কলকাতা নেমে সেখান থেকে বীরভূম পৌঁছবেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যে বীরভূমের দুই তৃণমূল নেতা দিল্লি পৌঁছে গিয়েছেন। তাঁদের সঙ্গেই কলকাতা ফিরবেন অনুব্রত।