বন্ধ হয়ে গেল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের মাসিক বেতন। গত জানুয়ারি মাস থেকে সুকন্যার বেতন বন্ধ হয়ে গিয়েছে। কারণ হিসাবে সরকারি ভাবে কিছু জানানো না হলেও স্কুলে না যাওয়ার অভিযোগের ভিত্তিতে তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে বলে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি সূত্র দাবি করেছে।
জেলার প্রাথমিক শিক্ষকদের স্যালারি শিটের ছবি বুধবার প্রকাশ্যে এসেছে। সেখানে, সুকন্যা মণ্ডলের নামের পাশে লেখা, ‘‘জানুয়ারি ২৩ থেকে বেতন বন্ধ।’’
অনুব্রতের বীরভূমের বাড়ির একেবারে পাশেই কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে সুকন্যাঢ় নাম নথিভুক্ত ছিল। অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই অভিযোগ ওঠে, সুকন্যা স্কুলে যান না। রেজিস্ট্রারে সই করার জন্য সুকন্যার বাড়িতেই পৌঁছে যেত স্কুলের রেজিস্টার খাতা। এমন অভিযোগও ওঠে। অভিযোগের ভিত্তিতে হাইকোর্টেও তলব করা হয়েছিল সুকন্যাকে।