সকলকে নিয়ে চলার বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। জেল থেকে ফিরে এসে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই বার্তা দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা।
গরু পাচার মামলায় শুক্রবার জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ফিরে এসেছেন বীরভূমেও। এরপর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকলকে নিয়ে চলতে হবে।
কী বললেন অনুব্রত মণ্ডল?
তিনি বলেন, "সবাইকে ভালোবাসছি। সবাই থাকবে। সবাই আসবে। সবাই একসঙ্গে চলব। মুখ্যমন্ত্রীর নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।"
আগামী সপ্তাহে কলকাতা আসবেন অনুব্রত মণ্ডল। চিকিৎসার কাজে তিনি কলকাতা আসছেন বলে জানা গিয়েছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। রাজনৈতিক মহলে এবিষয়ে জল্পনা তৈরি হয়েছে। এবিষয়ে অনুব্রতকে নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত কোনও জবাব দেননি।