অনুব্রত মন্ডল গ্রেফতারের পর মাত্র ২৪ ঘন্টাতেই ছবিটা আমূল বদলে গিয়েছে। বোলপুরের বাড়িতে লোকের অভাব ছিল না। জল থেকে খাবার, সবটাই তাঁর মুখের কাছে এগিয়ে দেওয়া হত। দোতলা বাড়িতে পরিচারকের অভাব ছিল না। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বদলে গিয়েছে সব কিছু।
জানা গিয়েছে, নিজাম প্যালেসের ১৪ তলার একটি ঘরে অুনব্রত মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়েছে। রাতে শোয়ার জন্য তাঁকে দেওয়া হয় একটি চৌকি। তাতেই গদি পেতে দেওয়া হয়। নিজামে আসার পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এক চিকিৎসক। এরপর তাঁকে পোশাক বদল করতে দেওয়া হয়। ভোর ৪ টে নাগাদ তিনি ঘুমোতে যান। প্রায় সকাল ৯ টায় ঘুম থেকে ওঠেন। যেহেতু তিনি অসুস্থ, তাই এসি ঘরে থাকার ব্যবস্থা হয়েছে তাঁর। রাতে কিছুই খেতে চাননি অনুব্রত। তবে সকালে তাঁকে চা, বিস্কুট খেতে দেওয়া হয়। ওষুধ খেতে হবে বলে সকালে খাবার খান অনুব্রত। তাঁর চৌকির পাশে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর রাখা হয়েছে, যাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সামাল দেওয়া যায়। তাঁকে সাহায্য করার জন্য একজন সিবিআই কর্মী রয়েছেন ওই ঘরে।
আরও পড়ুন- CBI on Anubrata Mondal: অনুব্রত গ্রেফতার হতেই তদন্তে অগ্রগতি,CBI- এর নজরে বীরভূমের একাধিক ব্যবসায়ী
বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করে সিবিআই। বিকেলে তাঁকে আসানসোল আদালতে পেশ করা হলে সিবিআই হেফাজতের নির্দেশ পেতেই রাতেই কলকাতায় আনা হয় তাঁকে। দীর্ঘ যানজট পেরিয়ে প্রায় শেষ রাতে তাঁকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন সিবিআই আধিকারিকরা।