'ভোট পরবর্তী হিংসা' মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দীর্ঘ সময় ধরে জেরা করছে সিবিআই (CBI)। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করতে এসএসকেএম হাসপাতালে আসেন তিনি। সূত্রের খবর, অর্শের সমস্যা বেড়েছে তাঁর। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিতে হাসপাতালে অনুব্রত। তবে হাসপাতালে ভর্তি হবেন কিনা, জানা যায়নি।
বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় অনুব্রত মণ্ডলকে। টানা সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তিনি। জানা গিয়েছে, তদন্তকারী অফিসাররা অনুব্রত মণ্ডলের মেয়ের নম্বরও নিয়েছেন। তৃণমূলের জেলা সভাপতির দেহরক্ষীদেরও নম্বর নিয়েছেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: ১০ জুন উচ্চমাধ্যমিকের ফল, সকাল ১১টা থেকেই জানা যাবে ফল
এর আগে গত শুক্রবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। নিজাম প্যালেসে শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারেননি তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসা মামলায় বুধবার রাতেই কলকাতা এসে যান অনুব্রত। বৃহস্পতিবার সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য যান অনুব্রত।