অমর্ত্য সেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের মধ্যে বিবাদ নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। কার্যত উল্টো স্রোতে হেঁটে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই আক্রমণ করলেন বিজেপি নেতা। তাঁর কথায় উপাচার্য যে ভাবে বিশ্বভারতী চালাচ্ছেন তার জন্য বারবার আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচিত হতে হয়েছে।
এখানেই শেষ নয়, তিনি কার্যত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দেখে বলেন, 'মেয়াদ শেষ হওয়ার আগে উপাচার্য নিজেকে বেশি বিজেপি প্রমাণ করতে চাইছেন আর সেই কারণে আদতে ক্ষতি হচ্ছে বিজেপির।'
আরও পড়ুন - কুন্তল ঘোষের অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন, টাকার উৎস খতিয়ে দেখবে ইডি
বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্ট করেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। যে পোস্টে তিনি অমর্ত্য সেনের সমালোচনার বিরুদ্ধে মুখ খোলেন। এরপরেই শুক্রবার ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপাচার্যের বিরুদ্ধে তোপ দাগেন।