ভ্রান্তিবিলাসই বটে। সোমবার থেকে গুচ্ছের সহানুভূতিমূলক মেসেজের হিড়িক বিজেপি নেতা অনুপম হাজরার (Anupam Hazra) ফোনে। রীতিমতো বিব্রত বোধ করছেন অনুপম।
পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) রেজিস্ট্রির খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অনুপম রায়। কারণ , একটাই। তিনি পিয়া চক্রবর্তীর প্রাক্তন স্বামী। তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০২১-এ। এবার বিজেপি নেতা অনুপম হাজরার দাবি, 'রায়' ভেবে ভুল করে সহানুভূতি জানানো হচ্ছে তাঁকে।
সেই প্রসঙ্গে সাংবাদিকরা অনুপম হাজরাকে জিজ্ঞেস করেছিলেন তাঁর বিয়ে নিয়ে। প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন, চব্বিশের লোকসভার পর বিয়ে নিয়ে ভাববেন।