অশান্তির আশঙ্কা থাকলেও শান্তিনিকেতনে তিনি যাবেন। কেউ আটকাতে পারবে না। রবিবার কলকাতা জাদুঘরের একটি অনুষ্ঠানে এসে এমনই জানান বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)।
রবিবার কলকাতা জাদুঘরের একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন 'কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সোমবার বিশ্বভারতীর (Visva Bharati) লিপিকা অডিটোরিয়ামে লেকচার সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই বক্তৃতা দেবেন অনুপম খের। এই খবর সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত অনুপম খের। তাই একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে রাজনীতির রঙ লাগানো হচ্ছে। আলোচনার বিষয় 'ব্যর্থতার ক্ষমতা।' বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক ও পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক আলোচনা হবে, সেটা অভিপ্রেত নয়।
আরও পড়ুন: বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ, ইনফ্লুয়েঞ্জার প্রকোপ কতটা উদ্বেগজনক
এক সময় শোনা গিয়েছিল, আলোচনা সভায় অনলাইনে যোগ দেবেন অনুপম খের। অনুপম নিজেই জানান, তিনি সশরীরে যাবেন। রবিবার কলকাতায় এসেই কালীঘাটে গিয়ে পুজো দেন তিনি। এরপরই কলকাতা জাদুঘরের একটি আলোচনা সভায় যোগ দেন অনুপম খের।