নিয়োগ দুর্নীতিকান্ডে নাম জড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। এবার এই অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারিকে মানহানির নোটিশ পাঠালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ।
অপরূপার আইনজীবী জানান, তাঁর মক্কেলের নামে সমাজমাধ্যমে ভুয়ো চিঠি ছড়িয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করেন শুভেন্দু ও তরুণজ্যোতি। আইনজীবী জানান, ওই চিঠিতে অপরূপাকে নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে দাবি করা হয়েছে। মানহানির নোটিশ পাঠানোর পাশাপাশি তাঁর দাবি, দুই বিজেপি নেতা অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করবেন তাঁরা।
আরও পড়ুন- India Covid Update: দেশে কিছুটা কমল সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১১ হাজারের কাছাকাছি