অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abishek Banerjee) বিরুদ্ধাচরণ করায় এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(Kalyan Banerjee) বিরুদ্ধে মুখ খুললেন আরামবাগের(Arambag) সাংসদ অপরূপা পোদ্দার(Aparupa Podder)। তাঁর দাবি, লোকসভার মুখ্য সচেতকের(Chief Whip) পদ থেকে পদত্যাগ করা উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(Kalyan Banerjee)।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(Kalyan Banerjee) ওপর যথেষ্ট ক্ষুব্ধ তৃণমূল(TMC) নেতৃত্ব। শ্রীরামপুরের দীর্ঘদিনের সাংসদের এই আচরণকে ভালভাবে নেননি দলের একাংশ। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে(Kalyan Banerjee) তোপ দেগে তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ আনলেন আরামবাগের সাংসদ(MP of Arambag)।
রাজ্যে লাগামছাড়া করোনা(Corona) সংক্রমণের জেরে আগামী দু'মাসের জন্য সমস্তকিছু বন্ধ রাখার কথা বলেছিলেন ডায়মন্ড হারবারের(Diamond Harbour) সাংসদ তথা তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। যদিও এটি তাঁর ব্যক্তিগত মত বলেই দাবি অভিষেকের।
আরও পড়ুন- Rupa Ganguly: ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত চান রূপা, অস্বস্তি ফেললেন কেন্দ্রকেই
এখান থেকেই কল্যাণ-অভিষেক দ্বন্দ্বের সূত্রপাত। অভিষেকের বক্তব্যের পরই তাঁর বিরুদ্ধে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। কল্যাণের মতে, দলের সর্বোচ্চ পদাধিকারীর কোনও ব্যক্তিগত মত থাকতে পারে না। পাশাপাশি শ্রীরামপুরের সাংসদ এও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ছাড়া তিনি দলের কাউকেই নেতা বলে মানেন না।