দক্ষিণেশ্বর মন্দিরের সম্পত্তির হিসেব নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। সেবায়েত ও ভক্তদের একাংশ এই মামলা দায়ের করেছে বলেই খবর। অভিযোগ, মন্দির তহবিলে জমা বিপুল সম্পত্তির কোনও হিসেব পাওয়া যাচ্ছে না। পাশাপাশি, কালীপুজোয় ভক্তরা যে বিপুল সোনা ও কয়েক হাজার টাকার শাড়ি দিয়েছিলেন, তারও কোনও হিসেব মিলছে না বলেই জানিয়েছেন মামলাকারীরা। মামলার তদন্ত ইডিকে দেওয়া হোক বলেও আর্জি জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, রাজ্য সরকার বিগত কয়েক বছর দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে ১৩০ কোটি টাকা দিয়েছিল বিভিন্ন খাতে। পাশাপাশি, কেন্দ্রের পক্ষ থেকে ২০ কোটি টাকা দেওয়ার ঘোষণাও করা হয়। তবে এই বিপুল টাকার কোনও হিসেব নেই মন্দির কর্তৃপক্ষের কাছে, এমনই অভিযোগ রয়েছে পিটিশনে।
মামলাকারীদের আরও অভিযোগ, মন্দিরের ক্ষমতা নিজেদের কব্জায় রেখেছে কর্তৃপক্ষের একটি অংশ। এমনকি, মন্দির চত্বরে নির্মিত গেস্ট হাউসের নিচের দোকানঘর বণ্টনেও ভুরি ভুরি অভিযোগ উঠেছে বলেই দাবি করা হয়েছে পিটিশনে।