এবার আর কোনও নেতা মন্ত্রী নয় দেগঙ্গার এক ব্যবসায়ীর বাড়ি থেকেই উদ্ধার হল প্রায় ১০০ কোটি টাকার প্রাচীন প্রত্নতাত্ত্বিক জিনিস৷ শুক্রবার, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একটি দল গোপন সূত্রে খবর পেয়ে নানা ফন্দিফিকির করে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে। পুরনো সামগ্রীর ক্রেতা সেজে বিপুল অর্থমূল্যের দুষ্প্রাপ্য নিদর্শন উদ্ধার করলেন অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টি-র আধিকারিকরা। আসাদুজ্জামান নামের ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে হাতির দাঁত, হরিণের পা, প্রাচীন দেব-দেবীর মূর্তি এবং আরও অন্যান্য সামগ্রী, এসবই মৌর্য এবং কুষাণ বংশের সমসাময়িক বলে দাবি করেছেন প্রত্নবিদরা।
দোতালা বাড়ির তিনটি গোডাউনে মজুত ছিল এই বহু মূল্যবান প্রাচীন জিনিসগুলি। নিজের সহকর্মীকে স্ত্রীয়ের পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর বিশ্বাস জিতে গোডাউনে ঢুকতেই চোখ কপালে ওঠার জোগাড় অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টি বিপ্লব রায়ের। ওই ব্যাবসায়ী ফুল বিক্রেতা, তার Antic জিনিসের উপর আগ্রহের কথা কম বেশি অনেকেই জানেন। কিন্তু তার মূল্য যে ১০০ কোটি, ভেবেই আকাশ থেকে পড়ছেন প্রতিবেশীরা।