বিয়ের একমাসের মাথাতেই স্বামী নবনীত পান্ডের সঙ্গে হানিমুনে দিঘায় বেড়াতে গিয়েছিলেন ঔরঙ্গবাদের বাসিন্দা রাধা কুমারী। দিন দুয়েক আগে দিঘার একটি হোটেলে উঠেছিলেন নবদম্পতি। সেখানেই, ঘটে গেল মহাবিপত্তি।
CPIM: একই মঞ্চে সেলিম, মীনাক্ষী, ধ্রুবজ্যোতি, অধীরের ‘মুর্শিদাবাদে’ একাই লড়বে সিপিএম!
পুলিশ সূত্রে খবর, বুধবার বিয়ের আগের প্রেমিককে নিয়ে স্বামী স্ত্রীয়ের মধ্যে ঝামেলা বেঁধেছিল। এরপর হোটেলের তিন তলা থেকে রাধা দেবী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তাকে বাঁচানোর চেষ্টা করেন নবনীত। কিন্তু হাত ফস্কে যাওয়ায়, রাধা নিচে পড়ে যান. পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মাথায় ও সারা শরীরের একাধিক জায়গায় চোট লাগে রাধার। আটক রাধার স্বামী।