পাটশিল্পের হাল না ফেরালে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার হুমকি দিলেন অর্জুন সিং (Arjun Singh)। এবার কেন্দ্রকে লেখা তাঁর চিঠিও প্রকাশ্যে এল। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলকে (Piyush Goyel) পাটশিল্পে রাজ্যের কৃষক ও শ্রমিকদের সমস্যা নিয়ে চিঠি লেখেন অর্জুন সিং। কিন্তু সেই চিঠির উত্তর দেয়নি কেন্দ্র। পাটশিল্প (Jute Industry) নিয়ে এই আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আরও একবার পাশে চাইলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন।
গত ১৯ এপ্রিল পাটশিল্পীদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে কেন্দ্রকে চিঠি লেখেন অর্জুন সিং। সেই চিঠির উত্তর না পেয়ে বুধবার ক্ষোভে ফেটে পড়েন ব্যারাকপুরের সাংসদ। পাটশিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের হুশিয়ারি দেন অর্জুন সিং। সেই আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পাশে চান তিনি।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে গরুকে ধর্ষণের অভিযোগ ! গ্রেফতার ১
অর্জুন সিং বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলব, সবচেয়ে বেশি কৃষক পশ্চিমবঙ্গে আছে। তাই ওনার দায়িত্ব এড়িয়ে যাওয়ার জায়গা নেই। আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখব। এই লড়াইটা ওনারও দেখার বিষয় আছে।"