এই লোকসভা নির্বাচনেও ঘাস-ফুলে কাঁটা সেই অর্জুন সিং। প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বারাকপুর নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন এই তৃণমূল নেতা। ব্রিগেড থেকে ফিরে অর্জুন জানিয়েছেন, তাঁকে যে টিকিট দেওয়া হবে না, তা আগে জানানো হয়নি। এই নির্বাচনে বারাকপুরে তৃণমূলের প্রার্থী রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
এদিন ব্রিগেডের জনসভার মঞ্চে দেখা গিয়েছিল অর্জুনকে। পাঁচ বছর আগে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন তিনি। পরবর্তী সময় গেরুয়া শিবির ত্যাগ করে ফিরে এসেছিলেন তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ঘাস-ফুলে ফিরেছিলেন তিনি।
অর্জুনের দাবি, বারাকপুরে তাঁকে প্রার্থী করা হবে এই শর্তেই তৃণমূলে ফেরানো হয়েছিল। কিন্তু এবার তিনি করবেন ? এই প্রশ্নের উত্তর তাঁর সমর্থকদের হাতেই ছেড়ে দিয়েছেন অর্জুন সিং। ইতিমধ্যেই প্রার্থী বদলের দাবি, দুপুরে বারাকপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান অর্জুন অনগামীরা।