তৃণমূল কংগ্রেস তাঁকে টিকিট দেয়নি । কিন্তু, বলেছিলেন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকেই লড়বেন । বিজেপিতে প্রত্যাবর্তনের পর অপেক্ষা ছিল শুধু প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার। রবিবার সন্ধেবেলায় বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ব্যারাকপুর থেকে লড়বেন অর্জুন সিং । আর প্রার্থী হওয়ার পরই তাঁর হুঙ্কার আগের বারের থেকে অনেক বেশি ভোটে জিতবেন । লক্ষ্যমাত্রাও স্থির করে নিয়েছেন । এদিন পার্থ ভৌমিককেও আক্রমণ করেন অর্জুন ।
রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যারাকপুরের ‘বাহুবলীর’ নাম ঘোষণার পরই অর্জুন সিং-এর অফিসের বাইরে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুগামীরা । অর্জুন সিং বলেন, 'মানুষ চেয়েছিলেন ব্যারাকপুর থেকে আমি প্রার্থী হয়ে লড়ি। তাঁদের আশীর্বাদ মাথায় নিয়ে লড়ব। নিশ্চিত ভাবে ২০১৯-এর থেকে অনেক বেশি ভোটে জয়ী হব। ১ লক্ষের বেশি ব্যবধানে জিতব।'
পার্থ ভৌমিককে আক্রমণ করে বলেন, 'পার্থ ভৌমিক কারও কোনও ভাল করেননি । পঞ্চায়েত নির্বাচন হোক বা মিউনিসিপ্যাল নির্বাচন, প্রত্যেক ক্ষেত্রেই তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার লুঠ করেছেন । এর ফল পার্থ ভৌমিক পাবেন । '