'তৃণমূলের কাছে তিনি আনওয়ান্টেড । দলে তাঁর প্রয়োজন ফুরিয়েছে বলে তাঁকে ছুঁড়ে ফেলে দেওয়া হল ।' বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং-এর । এমনকী, মঙ্গলবারই অর্জুনের অফিস থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে । ফলে তাঁর
বিজেপিতে ফেরার জল্পনা আরও উসকে দিলেন তৃণমূল নেতা ।
তৃণমূলের কী থাকবেন অর্জুন ? এই বিষয়ে তিনি জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে পারবেন সবাই । উল্লেখ্য, রবিবাসরীয় ব্রিগেডের ময়দানে উপস্থিত ছিলেন অর্জুন সিং। কিন্তু ৪২ জন প্রার্থীর নামের তালিকায় নাম ছিল না তাঁর। তারপরই ক্ষোভ প্রকাশ করেন তিনি । টিকিট না পেয়ে তাঁর উপলব্ধি, তৃণমূলে আসা তাঁর ভুল হয়েছে । এরপরই বিজেপিতে তাঁর প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয় । ক্ষুব্ধ অর্জুনকে ফোনও করেন ফিরহাদ । কিন্তু, তাতেও চিঁড়ে ভিজল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।
এদিন, অর্জুন বলেন, 'দলে এখন আমি অবাঞ্ছিত (আনওয়ান্টেড)। আমার কোনও চাহিদা ছিল না। কিন্তু যে সম্মান দেওয়া উচিৎ ছিল, দল সেই সম্মান দেয়নি ।' অর্জুনের আক্ষেপ, ' আমার দেড় বছর নষ্ট করা হল।' অর্জুনের অভিযোগ, তিনি যখন দলে যোগ দেন, তখন তাঁকে টিকিট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু কথা রাখেনি দল ।
অর্জুন জানান, ফিরহাদ তাঁকে ফোন করেছিলেন । তাঁর কথায়, 'আমাকে ফিরহাদ ফোন করে আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা করেছিল। যেটা ছিল সেটাই দেওয়া হল না আবার অন্য কিছু নিয়ে কী করব।'