প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমা ও গুলি চালানোর অভিযোদ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় অর্জুন সিংয়ের পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়।
শুক্রবার এবিষয়ে অর্জুন সিং জানান, তিনি বাড়ির ভিতরে ছিলেন। নিরাপত্তারক্ষী এবং কর্মীদের লক্ষ্য করে ইট, বোমা ও গুলি ছোড়া হয়। তাঁর পায়ে স্প্লিংটার লেগেছে।
প্রাক্তন সাংসদের অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত। পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়। তারপর গুলি ছুড়তে ছুড়তে অন্যত্র পালিয়ে যায়। পুরো ঘটনার পিছনে এক কাউন্সিলরের ছেলে জড়িত। তাঁর নাম নমিত সিং।
পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করছেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই গুলি ও বোমা ছোড়া হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তাদের মদত রয়েছে বলেও পালটা অভিযোগ তাঁর।
অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তিনি। তাঁর দাবি, তাঁকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তা ব্যর্থ হয়েছে। তাঁর পায়ে আঘাত লেগেছে। যদিও সেই আঘাত খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত এর আগে ২০২১ সালেও অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে হামলা হয়েছিল। সেই ঘটনার তদন্তের ছিল NIA। সেইসময় তিনি অভিযোগ করে ছিলেন, ভবানীপুরে তাঁকে উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কারণে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল। ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।