বুধবার এজলাসে কেঁদে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়। আদালতে মায়ের কাছে যাওয়ার আবেদন করলেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে বুধবার আদালতে হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। সেখানেই তিনি কান্নাকাটি করে মায়ের সঙ্গে কথা বলার অনুমতি চান। তিনি জানান, ৬৫ দিন ধরে রয়েছেন তিনি। মায়ের সঙ্গে কথা হয়নি। একটু কথা বলতে চান। গত মাসে ২৬ অগস্ট তিনি মায়ের সঙ্গে কথা বলার আবেদন করেছিলেন বলেও জানান আদালতে।
এই সময় অর্পিতার আইনজীবী আদালতকে একটি কাগজ তুলে ধরে জানান, মক্কেল যাতে তাঁর মায়ের সঙ্গে কথা বলতে পারেন সে জন্য আবেদন করা হয়েছে।
অন্যদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুর্নীতির অঙ্ক দেড়শো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আদালতকে বুধবার জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।