তাঁর কারাবাসের দশমাস হয়ে গিয়েছে। তবু মুখ খুললেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘদিন পর সোমবার তাঁকে সশরীরে আদালতে পেশ করা হয়। সালোয়ার – কামিজ আর ওড়নায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আদালতে ঢোকেন তিনি। মুখে ছিল মাস্ক। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। এর আগে শেষবার গত অগস্ট মাসে তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু জেল হেফাজতের নির্দেশের পর অর্পিতাকে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রেসিডেন্সি জেলের বাইরে বার করা হয়নি। তার পর থেকে নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হত তাঁকে।
এর আগে আদালত চত্বরে এসে তাঁকে বার বার বলতে শোনা গিয়েছিল, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁকে ‘ফাঁসানো’ হচ্ছে বলেও মন্তব্য করেন অর্পিতা। তবে, অতীতে অনেক জবাব দিলেও সোমবার এই প্রশ্নে কার্যত মুখে কুলুপ আঁটলেন পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ এই মডেল-অভিনেত্রী।