২০২২, ২৩ জুলাই । নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা । কেটেছে দুই বছর । এখনও জেলেই রয়েছেন তিনি । শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সেই অর্পিতার কণ্ঠে ২৬ হাজার চাকরিহারাদের জন্য আক্ষেপ ঝড়ে পড়ল । তাঁদের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি ।
শুক্রবার নিয়োগ মামলায় ফের কলকাতা নগর দায়রা আদালতে তোলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে । এদিন, শুনানি শেষে এসএসসি মামলার রায় নিয়ে অর্পিতা বলেন, 'এত চাকরি যাওয়া দুঃখের। যাদের চাকরি গিয়েছে, তাদের নিয়ে চিন্তা করুন। আমার খারাপ লাগছে। যাদের চাকরি গিয়েছে, তাদের অনেকেই আমার বয়সি।’
২৬ হাজার চাকরি বাতিলের দায় কি পার্থ চট্টোপাধ্যায়ের নয় ? আদালতের বাইরে সাংবাদিকদের এমন প্রশ্নে মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও । কিন্তু, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী ।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ মামলায় গ্রেফতার হন পার্থ। গ্রেফতার করা হয়েছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কেও । ইডি অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে রাশি রাশি টাকা উদ্ধার করেছিল । সেই পরিমাণ ছিল ২১ কোটি । ৫০ লক্ষের গয়নাও উদ্ধার করা হয়েছিল । দুই বছর ধরে জেলেই রয়েছেন পার্থ ও অর্পিতা । বারবার আবেদন জানিয়েও মেলেনি জামিন ।