বেলঘরিয়ার দেওয়ানপাড়া। বাড়ির দেওয়ালের ইটে নোনা ধরে গেছে। এই বাড়িতেই থাকেন মিনতি মুখোপাধ্যায়। সত্তরের বেশি বয়স। তিনি অর্পিতা মুখোপাধ্যায়ের মা। এক বছর আগে ২২ জুলাই, নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় ইডি। গ্রেফতার করা হয় অর্পিতাকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট, কামারহাটির ক্লাব টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা।
গ্রেফতারির ১০ মাস পর জামিনের আবেদনও করেননি অর্পিতা। গত মে মাসে জামিনের আবেদন করেন। কিন্তু আবেদন খারিজ হয়ে যায়। মা মিনতি মুখোপাধ্যায় কিন্তু এখনও স্বপ্ন দেখেন, দেওয়ানপাড়ার বাড়িতে ফিরে আসবে তাঁর মেয়ে। তিনি মনে করেন, ও তো আর চাকরি কেনাবেচা করেনি। কিছু জানলে নিশ্চয় সাহায্য করেছে। তা হলে জামিন পাবে না কেন।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাতেও
গতবছর ২২ জুলাই অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাটে হানা দেয ইডি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায়। সন্ধ্যায় ডায়মন্ডসিটির ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়। সেই সূত্রেই প্রকাশ্যে আসে অর্পিতার ছবি।