স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হতে চান অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার আদালতে চার্জশিট দিয়ে এমনটাই জানিয়েছে ইডি। চার্জশিটে উল্লেখ করা হয়েছে অর্পিতার সন্তান দত্তক নেওয়ার বিষয়টিও। উল্লেখ্য, সন্তান দত্তকের বিষয়ে খুব কাছের আত্মীয় হিসাবে পার্থ চট্টোপাধ্যায় নো অবজেকশন সার্টিফিকেটও দিয়েছেন দাবি ইডির।
ইডি সূত্রে খবর, পার্থ-পত্নী বাবলি চট্টোপাধ্যায়ের প্রয়াণের পরে বিভিন্ন কোম্পানিতে থাকা তাঁর শেয়ার অর্পিতার নামে হস্তান্তর করা হয়। অর্পিতার অভিযোগ, পার্থ-ঘনিষ্ঠ এক হিসাবরক্ষক তাঁকে চাপ দিয়ে ওই শেয়ার হস্তান্তর করান। লিখিত অভিযোগপত্রে অর্পিতার দাবি, পার্থর মেয়ে বিদেশে রয়েছে বলে তাঁকে জানান ওই হিসারক্ষক। মেয়ে দেশে ফিরলে ওই শেয়ার তাঁর নামে হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে অর্পিতার নামে তা হস্তান্তর করা হয়। ইডির আরও দাবি, ডায়মন্ড সিটি ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার গয়না পার্থর বলেও লিখিত বয়ান দেন অর্পিতা।
অর্পিতার সন্তান দত্তকের বিষয়ে পার্থ জানান, তিনি জনপ্রতিনিধি। সেক্ষেত্রে কারও সুপারিশপত্রে তাঁর স্বাক্ষর থাকাটা খুব স্বাভাবিক বিষয়। তবে আইনজীবীদের মতে, অবিবাহিত অর্পিতার সন্তান না থাকায় দত্তকের বিষয়ে তিনি হয়তো ইচ্ছা প্রকাশ করেন। তবে সে বিষয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর তরফে কোনও চাপ ছিল কিনা, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ।